ফিফার ফেসবুক পেইজে বাংলাদেশ

মত ও পথ ডেস্ক

ফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফিফা নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে তুলে ধরলো বাংলাদেশকে। বাংলাদেশ যে বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে সেটি বিশ্বের কাছে তুলে ধরেছে বিশ্ব ফুটবলের নির্বাহী সংস্থা ফিফা। বিশ্বকাপের মঞ্চে নেই বাংলাদেশ। অতীতেও কখনো বিশ্বকাপ খেলতে পারেনি বাংলাদেশ। অথচ বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে চলছে ফুটবলপ্রেমিদের উন্মাদনা। বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমিদের কিছু কার্যকলাপের ছবি পোষ্ট করে সেখানে ক্যাপশনে দিয়েছে ফিফা।

ক্যাপশনে ফিফা লিখেছে, ‘বিশ্বকাপে খেলার যোগ্যতা কখনও অর্জন করতে পারেনি। বাংলাদেশ বিশ্বের অন্যতম দেশ যেখানে নিবেদিত সমর্থক ফুটবল জ্বরে ভুগছে।’ ক্যাপশন শেষে বাংলাদেশের পতাকার ছবিও দিয়েছে ফিফা। ক্যাপশনের সাথে চারটি ছবি পোষ্ট করেছে ফিফা। প্রথম তিনটি ছবিই বাংলাদেশের পুরান ঢাকার গোল ফেস্টের এবং চতুর্থ ও শেষটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় খেলা দেখার ছবি।

এই সংবাদ লেখার সময় ১৪ ঘন্টায় সর্বমোট ৪৮ হাজার লাইক পড়েছে। শেয়ার হয়েছে ১৩৬৪৯ বার। এছাড়া কমেন্ট বক্সে বিভিন্ন দেশের ফুটবল প্রেমিদের শুভেচ্ছার বার্তায় ভরপুর পোস্টটি। অনেকেই কাতার বিশ্বকাপে কোয়ালিফাইয়ের জন্য বাংলাদেশকে শুভ কামনা জানিয়েছেন। রিকার্ডো চুনহা নামে এক ব্রাজিলিয়ান লিখেছে, ‘বাংলাদেশে ব্রাজিলের এত সমর্থক দেখে আমি অবাক হয়ে গেছি। আমি আশা করবো ২০২২ সালে কাতারে প্রীতি ম্যাচে ব্রাজিলের বিপক্ষে খেলবে বাংলাদেশ ফুটবল।’

 

এস/৯৭১৮/০৭

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে