উত্তর কোরিয়া ফের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র নতুনভাবে চালু করেছে। এর আগে উৎক্ষেপণ কেন্দ্রটি বন্ধ করে দিয়েছিল দেশটি।
স্যাটেলাইটে প্রাপ্ত নতুন একটি ছবির বরাতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কিছুদিন আগে বন্ধ করে দেয়া তংচেং-রি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র পুনঃস্থাপনের কাজ করেছে উত্তর কোরিয়া।
গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ক্ষেপণাস্ত্র তংচেং-রি উৎক্ষেপণ কেন্দ্রটি বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া।
সূত্র : বিবিসি