খুলনায় চাঁদা দাবির অভিযোগে ২ পুলিশ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

খুলনায় পুলিশ গ্রেপ্তার

খুলনা মহানগরীতে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করার অভিযোগে দুই পুলিশ সদস্য ও এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে খুলনা মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান।

গ্রেপ্তারকৃত দুই পুলিশ হলেন নগরীর সদর থানাধীন টুটুপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই সিফাতুল্লাহ এবং সোনাডাঙ্গা থানাধীন গল্লামারী পুলিশ বক্সের এএসআই মিরান। তবে গ্রেপ্তারকৃত নারীর নাম জানা যায়নি।

শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, সোমবার এএসআই সিফাতুল্লাহ ও এএসআই মিরান ভয়-ভীতি দেখিয়ে ব্যবসায়ী সঞ্জিত কুমার শীল থেকে ২৭ হাজার ৫০০ টাকা আদায় করেন। এর আগে তারা ওই ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে