ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় পিকআপ ভ্যানের ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
আজ সোমবার রাতে ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন মো. মেহেদি হাসান (২৭)। তিনি মাগুরা জেলার সদর থানার মাধবপুর গ্রামের মো. সরোয়ার হোসেনের ছেলে। তার মা মঞ্জুয়ারা আক্তার মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এছাড়া রাজবাড়ি জেলার মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. নজরুল ইসলাম (২৩), আলাউদ্দিন খানের ছেলে মো. ইন্তেজ খান (২৪) ও মো. দেলোয়ার হোসেন (৩৮)। আহতদের মধ্যে আরও ৩ জনের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ধামরাই থানার অপারেশন ওসি মো. মাসুদুর রহমান গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ৮টার যশোরগামী অতিরিক্ত যাত্রীবোঝাই এক অজ্ঞাতনামা বাস মানিকগঞ্জের পাটুরিয়াগামী যাত্রীবোঝাই অপর একটি পিকআপভ্যানকে পেছন থেকে চাপা দেয়।
- বাংলাদেশ-চীন উন্নয়ন অংশীদারিত্ব দিনদিন শক্তিশালী হচ্ছে : স্পিকার
- ইভিএমের বিরুদ্ধে আন্দোলনের ডাক মমতার
এতে ঘটনাস্থলেই পিকআপের ৪ জন যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।
ওসি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আরেকজন নিহতের কথা শুনেছি। তবে সেখানে যাওয়ার আগে কিংবা হাসপাতালে নেয়ার পথিমধ্যে তার লাশ স্বজনরা নিয়ে যেতে পারে। তার বিষয়ে আমাদের কিছু জানা নেই।