চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিস্তৃত এলাকায় চলতি সপ্তাহের ভারী বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬১তে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
এবারের প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০০ কোটি ডলারের কাছাকাছি পৌঁছেছে বলেও অনুমান চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের।
ভয়াবহ এ বন্যায় ৯ হাজার ৩০০টি বাড়ি এবং ৩৭ লাখ হেক্টরের বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে তারা; ঘরহারা হয়েছেন তিন লাখ ৫৬ হাজার মানুষ।
চীনে গ্রীষ্মের সময় দূর উত্তরে খরা এবং দক্ষিণে নিয়মিতই বন্যা হয় বলে জানিয়েছে বিবিসি।
বন্যায় আটকে পড়া সাড়ে চার হাজার মানুষকে উদ্ধার করার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।
চলতি বছর উত্তরাঞ্চলে আগের চেয়েও কম বৃষ্টিপাত হবে এবং দক্ষিণের ইয়োলো নদীর উজানে বন্যার ঝুঁকি বেশি বলে আশঙ্কার কথাও জানিয়েছে জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।