পথ হারায়া কোন বনে যাই

ইমরুল হাসান

তুমি আমারে বুঝাইতেছো

কেমনে যে বুঝাও তুমি,
আর আমি বুঝি, ‘হ, ঠিকই তো, এইরকমই…’

তারপর বুঝতে পারি,
আমি তো বুঝতেই চাইছি,
কি কি বুঝাইতেছো সেইটা আর
ইর্ম্পটেন্ট না তো!

তুমি বুঝাইতে থাকো, তারপরও
‘এইটা হইলো ওইটা আর
ওইটা ছিলো সেইটা…’

তুমি যে আমারেই বুঝাইতে চাইতেছো,
এইটাই তো ভালো!

এইটার সত্যি-মিথ্যা দিয়া আমি কী করবো…

আমি একটা পুরানা গান

আমি একটা পুরানা গান
সুরটা তোমার জানা, একই তো টিউন
ভাল্লাগে না আর, তুমি বললা

আমি হাসলাম, জীবন ছোট্ট আর
আমরা’র দরকার আরো অনেক
নতুন নতুন গান

আমি একটা পুরানা গান
খামাখাই বাজতে চাইলাম,
আবার, আবার…

ঘুরতেছে, একটা দুপুরবেলা

আমি তোমার মতো ঘুরতে গিয়া
পথ হারায়া কোন বনে যাই হইতে নিয়া
দুপুরবেলা রইদের ভিতর ছায়া ছায়া
রাস্তার সাইড ধইরা হাঁটার পরে দেখি মা
ছেলে নিয়া যায় স্কুল থিকা আর হাঁটে যেন
হাঁটার মানে নাই কোন, নাই রিকশা আর
আসে, তারপর হাঁটতে গিয়া হাঁটি এমন


আমিও যেন একটা চিন্তার ভিতর
ঘুরতেছি, ফিরা ফিরা আসতেছি আর
তোমার যাওয়া, যাওয়ার ভিতরে বইসা বইসা
তোমার মতো, পিঠে ব্যাগ, ঘুরতে ঘুরতে
নাই, নাই আর নাই আর তারপরে
কোন বনে যাই? দুপুরবেলা বিকাল হইতে
থাকবে আর কতোদিন পরে? কতোদিন পরে
মনে হবে, আমরা আমাদের লগে আর থাকবো না…

ইমরুল হাসান: কবি, গল্প-লেখক, ক্রিটিক ও অনুবাদক। অলংকরণ: আল নোমানমীর রবি

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে