জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ডাউন হয়ে পড়ায় ছবি, পোস্ট ও ভিডিও দেখতে এবং লগইন করতে সমস্যা হচ্ছে। একই সমস্যা হচ্ছে হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রামে।
বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই এ সমস্যা দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা।
ডাউন ডিটেক্টর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সকাল ৮টার পর থেকে বিশ্বজুড়ে এ সমস্যা দেখা দেয়। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপানের ব্যবহারকারীরা বেশি ভোগান্তিতে পড়েন।
বিশ্বজুড়ে ব্যবহারকারীদের বিরূপ মন্তব্যের পর ফেসবুক কর্তৃপক্ষ টুইটারে এক পোস্টে লিখেছে, কারিগরি সমস্যার কারণে ফেসবুক ব্যবহারকারীদের সাময়িক ভোগান্তির জন্য আমরা দুঃখিত। তবে সাময়িক এ সমস্যা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি।
তবে রাত ১০টার দিকে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীদের বেশ সমস্যায় পড়তে দেখা যায়। ফেসবুকে ঢুকতে অনেক সময় নিচ্ছে। পোস্ট দেখা যাচ্ছে না।