রাজধানীর মহাখালীতে অবস্থিত নবনির্মিত সেনা কল্যাণ সংস্থা (এসকেএস) টাওয়ারে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্সের তৃতীয় শাখা। আগামী সেপ্টেম্বরে এটি চালু হবে বলে জানান স্টার সিনেপ্লেক্সের সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) মেজবাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, সিলভার স্ক্রিন ও সর্বাধুনিক স্ক্রিনিং প্রযুক্তিসহ বিশ্বমানের সব সুবিধা থাকছে মাল্টিপ্লেক্সের হলে। প্রাথমিকভাবে এসকেএস টাওয়ারের পঞ্চম তলায় ৩ টি থিয়েটার চালু করা হচ্ছে।
এর আগে গত বছর ৩১ অক্টোবর বিষয়টি নিয়ে ‘স্টার সিনেপ্লেক্স’ এর স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠান শো-মোশন লিমিটেডের এবং এসকেএস টাওয়ার কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ইতোমধ্যে সব কাজ প্রায় শেষের পথে।
- আরও পড়ুন >> সাত দিনে ৬১ মিথ্যা বলে ট্রাম্পের রেকর্ড!
সিনেপ্লেক্সের এই তৃতীয় শাখা চালু হবার ফলে রাজধানীর গুলশান, বনানী, বাড্ডা, রামপুরা এবং উত্তরা অঞ্চলের বাসিন্দাদের জন্য সিনেমা দেখার সুন্দর সুযোগ তৈরি হলো।
এর আগে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, পর্যায়ক্রমে দেশে মোট ১০০ টি অত্যাধুনিক সিনেপ্লেক্স চালু করবে তারা। যাতে করে দর্শকবৃন্দ আন্তর্জাতিক মানের থিয়েটারে সিনেমা দেখার সুযোগ পায়।