আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত হওয়া জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল নিয়ে জরুরি বৈঠকে বসছে বিএনপি। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হবে।
বৈঠকে ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির নেতারা উপস্থিত থাকবেন। বিষয়টি নিশ্চিত করে ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ বি এম মোশাররফ বলেন, ছাত্রদলের সম্মেলন নিয়ে আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। আজ সন্ধ্যায় আমরা আবার বসব। কীভাবে সফলভাবে সম্মেলনটি করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেব।
তিনি বলেন, সম্মেলনের বিষয়ে আদালতের একটি আদেশ আছে, আমরা বিষয়টি আইনি ও রাজনৈতিক উভয়ভাবে মোকাবিলা করছি। নির্বাচন পরিচালনা কমিটি আজ বৈঠকে বসবে বিষয়টি নিয়ে আলোচনা করতে।
এদিকে ছাত্রদলের পদপ্রত্যাশী একাধিক নেতা জানান, সম্মেলনে বিষয়ে তারা হাইকমান্ডের নির্দেশের দিকে তাকিয়ে রয়েছেন। তারা বলেন, সম্মেলন নিয়ে আমরা এখনও দলের হাইকমান্ডের কোনো সিদ্ধান্ত পইনি। শুনেছি আজ নির্বাচন পরিচালনা কমিটি বসবেন বিষয়টি নিয়ে আলোচনা করতে। আমরা অপেক্ষা করছি দল কী সিদ্ধান্ত নেয়, সেটির জন্য।
প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনের সব প্রস্তুতি নিয়ে রাখলেও একদিন আগে আদালত ছাত্রদলের সম্মেলনে নিষেধাজ্ঞা জারি করেন। একই সঙ্গে বিএনপির ১০ নেতাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শাতেও বলা হয়। ফলে থেমে যায় ছাত্রদলের সম্মেলন প্রক্রিয়া।
মূলত ছাত্রদলের সদ্য সাবেক কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমানুল্লাহর করা আবেদন আমলে নিয়ে আদালত ছাত্রদলের সম্মেলনে স্থগিতাদেশ দেন। আদালতের আদেশের পরে ছাত্রদলের নির্বাচন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি এ বিষয়ে বিএনপির করা নির্বাচন পরিচালনা কমিটি।
এ বিষয়ে শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতারা বৈঠক করেন। তবে সেই বৈঠকে তারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি।