টেকনাফে দুই লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের ৮ নাগরিক আটক

কক্সবাজার প্রতিনিধি

দুই লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের ৮ নাগরিক আটক
দুই লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের ৮ নাগরিক আটক

দুই লাখ পিস ইয়াবাসহ কক্সবাজারের টেকনাফের অদূরে সেন্ট মার্টিন্সের গভীর সমুদ্রে মিয়ানমারের আট নাগরিককে আটক করেছে কোস্টগার্ড।

২০ সেপ্টেম্বর (শুক্রবার) ভোররাত আড়াইটার দিকে দ্বীপের দক্ষিণ-পূর্ব সমুদ্রে মাছ ধরার ট্রলারসহ তাদেরকে আটক করা হয়।

universel cardiac hospital

আটকরা হলেন দইলা (২০), রবি আলম (১৭), আলম ( ২৫), শফিকুল (১৮), নুর (১৮), নুর আলম (৩০), আলী আজমদ (২০) ও নুরুল আমীন (৩৫)। তারা মিয়ানমারের আকিয়াব জেলার বাসিন্দা।

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম সোহেল রানা বলেন, মিয়ানমার থেকে সমুদ্রপথে মাছ ধরার ট্রলারে করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে আমাদের কোস্ট গার্ডের একটি দল সেন্ট মার্টিন্সের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্রে অভিযান চালায়। এ সময় একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে দুই লাখ পিস ইয়াবা পাওয়া যায়। আর ট্রলারে থাকা মিয়ানমারের আট নাগরিককে আটক করা হয়েছে। ইয়াবার চালানটি সম্পর্কে আটক আটজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্তক অবস্থানের কারণে ইয়াবা কারবাররা সাগরপথকে নিরাপদ রুট হিসবে বেছে নিচ্ছে। আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে