জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুরস্কের সিরিয়া অভিযানের নিন্দা জানিয়ে আনা প্রস্তাব যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিরোধিতার কারণে পাস হতে পারেনি। বৃহস্পতিবার জার্মানি, ব্রিটেন, বেলজিয়াম, ফ্রান্স ও পোল্যান্ডের পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ওই নিন্দা প্রস্তাব উত্থাপন করা হয়েছিল।
সিরিয়া সীমান্ত থেকে কুর্দি গেরিলাদেরকে উৎখাতের লক্ষ্যে বুধবার থেকে তুরস্কের এক অভিযান শুরু করেছে। ওই অভিযান শুরু হওয়ার পর বুধবারই তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ ওকতাই দাবি করেন, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তর দেশ এ অভিযান শুরু করেছে।
ওই অঞ্চল থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার পরই অভিযানে নেমেছে তুরস্ক। যুক্তরাষ্ট্র এ বিষয়ে সমালোচনা করলেও নিরাপত্তা পরিষদে ঠিকই তুরস্কের পক্ষে ভোট দিয়েছে। অপরদিকে কুর্দিদের বিপক্ষে সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে ইরান ও ইউরোপের বেশ কয়েকটি দেশ।