মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া, সম্পাদক সাথী

মত ও পথ রিপোর্ট

মহিলা শ্রমিক লীগের সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মহিলা শ্রমিক লীগের সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী লীগ সমর্থক সংগঠন মহিলা শ্রমিক লীগের সভাপতি হয়েছেন সুরাইয়া আক্তার। আর সাধারণ সম্পাদক হয়েছেন কাজী রহিমা আক্তার সাথী।

শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনিস্টিটিউটে মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দুই বছরের জন্য নতুন কমিটির সভাপতি হিসেবে সুরাইয়া আক্তার, কার্যকরী সভাপতি শামসুন্নাহার ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে কাজী রহিমা আক্তার সাথীর নাম ঘোষণা করেন কাদের। এক সপ্তাহের মধ্যে ৪৫ সদস্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।

নতুন সভাপতি সুরাইয়া আক্তার আগের কমিটি কার্যকরী সভাপতি ছিলেন। এছাড়া নতুন কার্যকরী সভাপতি সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া আগের কমিটির সাধারণ সম্পাদক এবং নতুন কমিটির সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার সাথীর আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এর আগে সকালে প্রথম অধিবেশনে মহিলা শ্রমিক লীগের সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে