বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে দল পেতে হিমশিম খাচ্ছে বাফুফে!

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল
ফাইল ছবি

২০১৬ সালে ছিল ৮ দেশ। গত বছর ছিল ৬টি। এবার বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলে দল কমে যাচ্ছে আরও। সম্ভবত চার দল নিয়েই আগামী ১৯ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে জাতির পিতার নামের এই টুর্নামেন্টের ষষ্ঠ আসর।

আজ শনিবার বাফুফের নির্বাহী কমিটির সভায় টুর্নামেন্টের সময় পূননির্ধারণ করে ১৯ থেকে ২৯ নভেম্বর করা হয়েছে। আগের তারিখ ছিল ২১ থেকে ৩০ নভেম্বর।

টুর্নামেন্টের বাকি মাত্র ৩ সপ্তাহ; কিন্তু এখনো চূড়ান্ত হয়নি কোন দলগুলো খেলবে। বাফুফে সাধারণ সম্পাদক শনিবার যা জানিয়েছেন তাতে বাংলাদেশ, শ্রীলংকা ও মঙ্গোলিয়ার খেলা নিশ্চিত। কম্বোডিয়া, লাওস ও পূর্ব তিমুরের মধ্যে একটি দল হতে পারে। দুটি হলে টুর্নামেন্টের দল চার থেকে বেড়ে ৫ হতেও পারে।

দল কমে যাওয়ার কারণ, বিশ্বকাপ বাছাইয়ে বিভিন্ন দেশের ব্যস্ততা। এশিয়ার ৪০ দেশ খেলছে কাতার বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে। যে কারণে দল পেতে হিমশিম খাচ্ছে বাফুফে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে