বাস-সিএনজি সংঘর্ষে কাপাসিয়ায় বাবা মেয়েসহ নিহত ৩

গাজীপুর প্রতিনিধি

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বাস-সিএনজি সংঘর্ষে গাজীপুরের কাপাসিয়ায় বাবা ও মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মা ও ২ মেয়ে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কাপাসিয়া-টোক সড়কের বীরউজলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

universel cardiac hospital

পুলিশ জানায়, টোক ইউনিয়নের আড়ালিয়া গ্রামের সোহেল মিয়া ওই গ্রাম থেকে একটি সিএনজিযোগে স্ত্রী এবং ৩ মেয়েসহ গাজীপুর যাবার পথে বীরউজলী নামক স্থানে পৌঁছালে কিশোরগঞ্জগামী জলসিড়ি পরিবহনের একটি দ্রুতগামী বাস (ঢাকা মেট্রো –ব-১৪-৩৭৫১) ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সোহেল মিয়া (৫৫) তার মেয়ে রুমা (৫) এবং অপর আরোহী মাজাহারুল ইসলামের (৩০) ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। সোহেলের স্ত্রী নাজমা বেগম (৪৫), মেয়ে সোমা আক্তার (২০) ও ৭ মাসের মেয়ে গুরুতর আহত হন। এ সময় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।

মাজাহারুল ইসলাম কৃষি সম্প্রসারণ অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা। তিনি তরগাঁও দক্ষিণ পাড়া গ্রামের মোসলেহ উদ্দিন মোল্লার ছেলে।

থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে, ড্রাইভার পলাতক। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে