এসএ গেমসের পঞ্চম দিনে বাংলাদেশ ৫টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ জিতেছে। তাতে বাংলাদেশের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে ৫৮টি। যার মধ্যে ৪টি সোনা, ১৩টি রূপা ও ৪১টি ব্রোঞ্জ। মোট ৫৮ পদক নিয়ে পদক তালিকায় বাংলাদেশ রয়েছে পঞ্চম স্থানে।
৬২টি সোনা, ৪১টি রূপা ও ২১টি ব্রোঞ্জসহ ১২৪ পদক নিয়ে ভারত রয়েছে শীর্ষে। ৩৬টি সোনা, ২৭টি রূপা ও ৩৮টি ব্রোঞ্জসহ ১০১টি পদক নিয়ে নেপাল রয়েছে দ্বিতীয় স্থানে। ১৭টি সোনা, ৩৫টি রূপা ও ৫৫টি ব্রোঞ্জসহ মোট ১০৭ পদক নিয়ে শ্রীলঙ্কা রয়েছে তৃতীয় স্থানে।
- বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী : ঢাকায় আসছেন মোদি, প্রণব ও সোনিয়া
- সভাপতি ছাড়া দলের যেকোনো পদে পরিবর্তন আসতে পারে : কাদের
১৫টি সোনা, ২৩টি রূপা ও ২৪টি ব্রোঞ্জসহ ৬২টি পদক নিয়ে পাকিস্তান রয়েছে চতুর্থ স্থানে। ১টি সোনা ও ২টি রূপাসহ মোট ৩টি পদক নিয়ে মালদ্বীপ রয়েছে ষষ্ঠ স্থানে। ৬টি ব্রোঞ্জ জিতে ভুটান রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।
পঞ্চম দিন শেষে পদক তালিকা :
দেশ | সোনা | রূপা | ব্রোঞ্জ | মোট |
ভারত | ৬২ | ৪১ | ২১ | ১২৪ |
নেপাল | ৩৬ | ২৭ | ৩৮ | ১০১ |
শ্রীলঙ্কা | ১৭ | ৩৫ | ৫৫ | ১০৭ |
পাকিস্তান | ১৫ | ২৩ | ২৪ | ৬২ |
বাংলাদেশ | ৪ | ১৩ | ৪১ | ৫৮ |
মালদ্বীপ | ১ | ০ | ২ | ৩ |
ভুটান | ০ | ০ | ৬ | ৬ |