তিতুমীর কলেজে সুবর্ণজয়ন্তী পালিত

ক্যাম্পাস প্রতিবেদক

তিতুমীর কলেজে সুবর্ণজয়ন্তী পালিত

নানা রঙে রাঙিয়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে জমকালো আয়োজনে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে।

আজ শনিবার সকাল থেকে সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হতে থাকে ক্যাম্পাস। যারা ছুটে গেছেন সুবর্ণ জয়ন্তীর উৎসবে, শততম বার্ষিকীতে তারা নাও থাকতে পারেন। তাইতো দূর দূরান্ত কিংবা চাকরি থেকে ছুটি নিয়েও চলে আসেন প্রাণের ক্যাম্পাসে।

বর্তমান শিক্ষার্থীরাও পিছিয়ে নেই কোনো অংশে। কুয়াশায় ঢাকা শীতকে উপেক্ষা করে সকাল থেকেই শুরু হয় সুবর্ণজয়ন্তীর সার্বিক আয়োজন। অনুষ্ঠানে বুথের মাধ্যমে গিফট আইটেম এবং উপকরণ বিতরণ করা হয়।

মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা সাবেক শিক্ষার্থীদের সন্মাননা প্রদানের মাধ্যমে জাঁকজমকভাবে শুরু হয় অনুষ্ঠান। সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক), তিতুমীর কলেজ সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব সিরাজ উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন আহমেদ, বীর প্রতীক মোজাম্মেল, আনোয়ার সাবেক স্বাস্থ্য সচিব শাহনেওয়াজ, মেজর, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সাবেক ও বর্তমান ছাত্রনেতারা।

দুপুর একটায় শেষ হয় অনুষ্ঠানের প্রথম পর্ব। এরপর দুপুরের খাবার বিরতি শেষে দ্বিতীয় পর্বে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি, কলেজ ছাত্রলীগ, তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব, বিএনসিসি (এয়ার উইং) তিতুমীর কলেজ কন্টিনজেন্ট, শুদ্ধস্বর কবিতা মঞ্চ, তিতুমীর নাট্যদল, স্কাউট তিতুমীর কলেজ গ্রুপ, বাঁধন তিতুমীর কলেজ ইউনিট এবং আদিবাসী ছাত্র সংগঠন অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

অভিনয়, আবৃত্তি, ফ্যাশন শো, বিতর্ক, নৃত্য, বন্ধুমঞ্চ, শোবিজ, আদিবাসী সঙ্গীত-নৃত্য আর সঙ্গীতে মেতে উঠে অনুষ্ঠান মঞ্চ। এরপর, সন্ধ্যা থেকে শুরু হয় অতিথি শিল্পী এবং ব্যান্ড দলের সাংস্কৃতিক অনুষ্ঠান।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশ বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, ফকির আলমগীর, রেজওয়ানা চৌধুরী বন্যা প্রমুখ।

পুরো আয়োজন জুড়ে নিরাপত্তার দায়িত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি শৃঙ্খলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনসিসি (এয়ার উইং) তিতুমীর কলেজ কন্টিনজেন্ট ও রোভার স্কাউট সরকারি তিতুমীর কলেজ গ্রুপ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে