জুমার নামাজে মুসল্লি সীমিত রাখার আহ্বান ইফাবার

বিশেষ প্রতিবেদক

জুমার নামাজ আদায়

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আজ শুক্রবার জুমার নামাজে মসজিদে মুসল্লিদের উপস্থিতি সীমিত রাখার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশের বিশিষ্ট আলেম-উলামাদের পরামর্শ অনুযায়ী শুক্রবারের জুমাসহ সব জামাতে মুসল্লিদের উপস্থিতি সীমিত রাখার আহ্বান করা হচ্ছে। সেই সঙ্গে ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিত না হয়ে, মসজিদে না যাওয়ার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের।

এদিকে বৃহস্পতিবার বিকালে অনলাইনে ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, দেশে আরও পাঁচজনের শরীরে নভেল করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট ৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হলো।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে