বিশেষ ফ্লাইটে সৌদি থেকে ফিরলেন ৩৬৬ জন

মত ও পথ প্রতিবেদক

বিশেষ ফ্লাইটে সৌদি থেকে ফিরলেন ৩৬৬ জন

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে আটকে যাওয়া ওমরা যাত্রীসহ সৌদি আরব থেকে ৩৬৬ জন ঢাকায় পৌঁছেছেন।

বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার পর সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

মূলত ওমরা করতে গিয়ে আটকা পড়া ১৩২ জনের সঙ্গে সৌদিতে ডিপোর্টেশন সেন্টারে থাকা ২৩৪ জন বাংলাদেশি কর্মী দেশে ফিরলেন।

সৌদির স্থানীয় সময় দুপুর ১২টায় জেদ্দার কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বিশেষ এই ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়। দেশে ফেরা এসব বাংলাদেশিকে সরকারি ব্যবস্থাপনায় ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বিমানবন্দর থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাদের কোয়ারেন্টাইনে পাঠানোর কথা রয়েছে।

বিকালে এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘যিনি দেশের বাহিরে থেকে আসবেন ওনাকে আমাদের ইনস্টলেশন (পৃথকীকরণ) কোয়ারেন্টাইনে রাখা হবে। ওনাদের অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে। সেখানে আর্মর্ড ফোর্স তাদের দেখাশোনা করবেন।’

জানা যায়, এই ৩৬৬ জন যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট গত ৯ এপ্রিলই ঢাকায় আসার কথা ছিল। কিন্তু করোনার বিস্তাররোধে দেশটিতে লকডাউন ও কারফিউ জারি থাকায় তা সম্ভব হয়নি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে