বাংলাদেশ ক্যারম ফেডারেশনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর খন্দকার গোলাম মওলা নকশেবন্দী।
প্রধান অতিথির বক্তব্যে নকশেবন্দী বলেন, তরুণ সমাজের সবাইকে স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী পাঠ করতে হবে । শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর তথ্যের ব্যাপারেও তরুণ সমাজকে সচেতন থাকাতে হবে।
আর্ন্তজাতিক ক্যারম ফেডারেশনের কোষাধ্যক্ষ ও বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট কামরুজ্জামান ও পাপ্পু এসময় উপস্থিত ছিলেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, ফেডারেশনের কোষাধ্যক্ষ হাসনাইন ইমতিয়াজ শিহাব, দেশসেরা ক্যারম খেলোয়াড় বিশ্ব র্যাংকিংয়ে ৭ম স্থান অর্জনকারী মুহাম্মদ হেমায়েত মোল্লা, জাতীয় ক্যারম খেলোযাড় মুহাম্মদ সালাহ উদ্দিনসহ অন্যান্য খেলোয়াড়, আম্পায়ার ও ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ।