আমেরিকা ও চীনের মধ্যে নানা বিষয়ে দ্বন্দ্বের মাঝেই উত্তেজনার পারদ আরও বাড়ল। টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টোনে অবস্থিত চীনা কনস্যুলেট ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন।
চীনের কনস্যুলেট চত্বরে আগুনের সাহায্যে কিছু নথি পুড়িয়ে ফেলা হয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর মার্কিন কর্তৃপক্ষ এ নির্দেশ জারি করল।
তবে, এ সিদ্ধান্ত না পাল্টালে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন। দেশটি উহানে মার্কিন কনস্যুলেট বন্ধ করে দিতে পারে বলে মনে করা হচ্ছে।
হাউস্টনে চীনের বিপুল সংখ্যক নাগরিক বসবাস করে। তাদের পাশাপাশি মার্কিন নাগরিকদের ভিসা দেওয়ার সুবিধার্থে সেখানে কনস্যুলেট খুলেছিল চীন সরকার। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমেরিকান ইন্টেলেকচুয়াল প্রপার্টি সুরক্ষিত রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে চীন সরকার মার্কিন এ পদক্ষেপকে রাজনৈতিক উসকানি বলে অভিহিত করেছে।
চীনা পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, এটি একটি অন্যায্য পদক্ষেপ। আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কনস্যুলেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্যও ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান তিনি।
একইসঙ্গে চীন এও বলেছে যে, মার্কিন সিদ্ধান্ত পরিবর্তন না হলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। খবর: বিবিসি, রয়টার্স।