আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
বিবিসি জানিয়েছে, নেদারল্যান্ডসের দি হেগের এ আদালতের কৌঁসুলি ফাতু বেনসুদা মঙ্গলবার এ তথ্য জানিয়ে বলেন, তার হাতে যে সব প্রমাণাদি রয়েছে তার ভিত্তিতে তিনি তদন্তের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, লাখ লাখ রোহিঙ্গাকে যেভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে বিতাড়িত করা হয়েছে,তাতে যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে কি না-সে বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে তার দপ্তর।
রোহিঙ্গাদের বিতাড়নে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের জন্য মিয়ানমারের বিচারের এখতিয়ার হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের রয়েছে বলে সিদ্ধান্ত আসার ধারাবাহিকতায় এই তদন্ত শুরু হলো।
আইসিসির এ তদন্তের পথ ধরে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমারবাহিনীর দমন অভিযানের পূর্ণাঙ্গ তদন্তের পথ খুলতে পারে বলে আনেকে মনে করছেন।