মেক্সিকোতে বাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২৪

মত ও পথ ডেস্ক

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ প্রাণ কেড়ে নিল ২৪ জনের৷ আহত হয়েছেন কমপক্ষে ৪৯জন৷ মেক্সিকো সিটির তালতেপেকের ঘটনা৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরপর চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে এই আতসবাজি কারখানায়৷

universel cardiac hospital

স্থানীয়দের কাছে তালতেপেক আতসবাজির রাজধানী৷ মেক্সিকো সিটির উত্তরে অবস্থিত এই শহর৷ প্রশাসনসূত্রে জানা গিয়েছে, প্রথম বিস্ফোরণটির ঘণ্টাখানেকের মধ্যে আরও তিনটি বিস্ফোরণ হয়৷ প্রথম বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷ তারা উদ্ধারকাজ চালানোর সময়ই বাকি বিস্ফোরণগুলো ঘটে৷

নিহতদের তালিকায় রয়েছেন বেশ কয়েকজন উদ্ধারকারীও৷ স্থানীয় হাইওয়ে থেকে বিস্ফোরণের একটি ভিডিও তোলা হয়েছে৷ সেখানে দেখা গিয়েছে, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সাদা ধোঁয়ায় ছেয়ে গিয়েছে আকাশ৷ ধসে পড়ে স্থানীয় বেশ কয়েকটি বহুতল৷ সরকারিভাবে এখনও যা জানা গিয়েছে, তাতে চারটি বহুতল ভস্মীভূত হয়ে যাওয়ার খবর মিলেছে৷ বেশ কয়েকটি বসতি বাড়িও সম্পূর্ণ উড়ে গিয়েছে৷

মেক্সিকো সরকার অবশ্য প্রথমে জানিয়েছিল এই ভয়ঙ্কর বিস্ফোরণে আটজন মারা গিয়েছেন৷ এরমধ্যে ছ’জন উদ্ধারকারী, দু’জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রয়েছেন৷ পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৪৷ কিন্তু এখনও তাঁদের চিহ্নিত করা সম্ভব হয়নি৷ ফায়ার ফাইটার, স্থানীয় পুলিশ, সিভিল ডিফেন্স কর্মী-সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন৷

ঘটনাস্থলেই ১৭জনের মৃত্যু হয়৷ পরে হাসপাতালে মারা যান আরও সাতজন৷ হেলিকপ্টার নামিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলিতে ভর্তি করা হয়৷ মোট চারটি বিস্ফোরণে এদিন কেঁপে ওঠে তালতেপেক৷

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে