রাশিয়া বিশ্বকাপ হতে যাচ্ছে ইউরোপের

ডেস্ক রিপোর্ট

ব্রাজিলের বিদায়ের সঙ্গেই রাশিয়া বিশ্বকাপ বিদায় লাতিন আমেরিকার৷ শেষ তিনবারের মতো ফের ইউরোপেই ফিরতে চলেছে বিশ্বকাপ ট্রফি৷ শেষ চারের লড়াইয়ে লাতিন আমেরিকা থেকে ছিল দুই প্রতিপক্ষ, উরুগুয়ে ও ব্রাজিল৷ দুই দলই কোয়ার্টার পর্বে ইউরোপীয় দুই পাওয়ার হাউসের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে৷ বিশ্বকাপ জয়ের লড়াই এখন ইউরোপীয় দলগুলির মধ্যে৷

universel cardiac hospital

ইতিমধ্যেই ইউরোপীয় দুই দল ফ্রান্স ও বেলজিয়াম সেমিফাইনাল নিশ্চিত করেছে৷ আজ কোয়ার্টার পর্বের বাকি দুটি ম্যাচে চার ইউরোপের দল মুখোমুখি হচ্ছে৷ ইংল্যান্ডের প্রতিপক্ষ যেখানে সুইডেন, অন্যদিকে রাশিয়ার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া৷ অর্থাৎ সেমিফাইনালের প্রতিদ্বন্দ্বী চার দলই এবার ইউরোপীয় দল৷ অনেকেই তাই বিশ্বকাপে ক্লাইম্যাক্সকে ইউরোর লড়াই বলছেন৷

অন্যদিকে রাশিয়া বিশ্বকাপ নিয়ে টানা চারবার বিশ্বকাপ ট্রফির দখল নিতে চলেছে ইউরোপ৷ শেষ তিনবারের চ্যাম্পিয়ন যথাক্রমে ইতালি(২০০৬),স্পেন(২০১০), জার্মানি(২০১৪)৷ রাশিয়ার শেষ চারে থাকবে ইউরোপের চার দল৷ ২০১৮ তে তাই ট্রফি জিততে চলেছে ইউরোপেরই কোনও দেশ৷

অন্যদিকে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে তৃতীয় বার অল ইউরোপীয়ান সেমিফাইনাল হতে চলেছে৷ ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বকাপের সেমিফাইনালের চার দলই ছিল ইউরোপীয় প্রতিযোগী৷ ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে শেষ চার দল ছিল জার্মানি, ইতালি,পর্তুগাল ও ফ্রান্স৷ অন্যদিকে ১৯৮২ স্পেন বিশ্বকাপের শেষ চার দল ছিল পোল্যান্ড, ইতালি, পশ্চিম জার্মানি ও ফ্রান্স৷

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে