ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪১৯ টি মামলায় জরিমানা ৯,৪৭,৬০০ টাকা

মত ও পথ ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রেপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।০৭ জুলাই’১৮ দিনভর অভিযানকালে ২৪১৯ টি মামলা ও ৯,৪৭,৬০০  টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ। এ সময় ট্রাফিক অভিযানে ১২টি গাড়ি ডাম্পিং ও  ৫৯৪টি গাড়ি রেকার করা হয়।

দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে রাজধানীতে পরিচালনা করা হয়।

universel cardiac hospital

ট্রাফিক আইন অমান্য করার কারণে ৭৭৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৯০টি মোটরসাইকেল আটক করা হয়। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ৩৩টি ভিডিও মামলা ও সরাসরি ১৯টি মামলা দেয়া হয়েছে।

ট্রাফিক সূত্রে আরও  জানা যায়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১৭৮টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৪৩টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৪টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১২টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ জানিয়েছে এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে