ইতিহাস গড়তে মাঠে নামলো ক্রোয়েশিয়া, দ্বিতীয় মুকুটের অপেক্ষায় ফ্রান্স

ইতিহাস গড়তে মাঠে নামলো ক্রোয়েশিয়া। অপরদিকে ফ্রান্স লড়ছে বিশ্বসেরার দ্বিতীয় মুকুট অর্জনে। লুঝনিকিতে আজ ফুটবল ঈশ্বর কার হাতে তুলে দেবেন বিশ্বকাপের শিরোপা? ফ্রান্স দুর্দান্ত খেলে ফেবারিটের মতই ফাইনালে উঠেছে। অন্যদিকে রিশিয়া বিশ্বকাপে হার না মানা ক্রোয়েশিয়া ইতিহাসের সেরা সাফল্যের দ্বারপ্রান্তে। ফাইনাল নিয়ে চাপ কাজ করছে দু’দলের উপরেই।

ফাইনালে দুই দলই সেমিফাইনালের অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে। সেমিতে উরুতে হালকা চোট পেলে বিশ্বকাপ ফাইনালে নামার শঙ্কায় ছিলেন আগের ম্যাচের নায়ক ক্রোয়েশিয়ার পেরেসচি। কিন্তু পুরোপুরি ফিট হয়েই ফাইনালে নামছেন এই ইন্টার মিলান ফরোয়ার্ড।

universel cardiac hospital

ক্রোয়েশিয়া একাদশ : ড্যানিয়েল সুবাসিচ, সিমে ভ্রাসালকো, ইভান স্ট্রিনিচ, ডেজান লভরেন, ডোমাগজ ভিদা, ইভান রাকিটিচ, লুকা মদ্রিচ (অধিনায়ক), ইভান পেরেসিচ, ব্রোজোভিচ, মারিও মানজুকিচ, আনতে রেবিচ।

ফ্রান্স একাদশ : হুগো লরিস (গোলরক্ষক, অধিনায়ক), স্যামুয়েল উমতিতি, রাফায়েল ভারানে, লুকাস হার্নান্দেজ, বেনজামিন পাভার্দ, আন্তোনিও গ্রিজম্যান, এনগোলা কন্তে, পল পগবা, অলিভিয়ের জিরু, মাতুইদি ও কাইলিয়ান এমবাপে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে