ভারতে ভারী বর্ষণে ১১ জনের মৃত্যু

ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় গত ২৪ ঘণ্টার ভারী বর্ষণে ১১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির সরকারি কর্মকর্তারা এতথ্য জানিয়েছেন। সংবাদ মাধ্যম সিনহুয়ার বরাত সংবাদ সংস্থা বাসস-এর এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

রাজ্যের কোঝিকোদি, মালাপ্পুরম ও কোল্লাম জেলা থেকে এসব মৃত্যুর খবর পাওয়া গেছে।

universel cardiac hospital

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, ‘কোল্লামে প্রবল বর্ষণজনিত কারণে তিনজনের মৃত্যু হয়েছে। বর্ষণের কারণে কোঝিকেদি জেলায় দু’জন ও মালাপ্পুরম জেলায় দু’জন মারা গেছে।’

এ তিন জেলার পাশাপাশি অপর পাঁচ জেলায় প্রবল বর্ষণ হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এসব জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে।

স্থানীয় টিভি চ্যানেলের খবরে বলা হয়, প্রবল বৃষ্টিপাতের কারণে এসব জেলায় ট্রেন ও সড়ক পথে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

এদিকে আবহাওয়া কর্মকর্তা জানান, পরবর্তী ২৪ ঘণ্টা আরও দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করতে পারে বলে আবহাওয়া বিভাগ সবাইকে সতর্ক করে দিয়েছে। মঙ্গলবার ও বুধবার আরও বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে