রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটন

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ১ লাখ ৬৬ হাজার ৩৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ৪৯২ ভোট। রাসিক নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার আতিয়ার রহমান আজ সন্ধ্যায় এই সিটির ১৩৮টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।

রাজশাহী সিটি কর্পোরেশনে ৩ লাখ ১৮ হাজার ১৩৮ ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৫ ও নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৫৩ । এ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে অন্য প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. শফিকুল ইসলাম (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী মো. মুরাদ মোর্শেদ (হাতী)।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে