স্থগিত হলো বাসের অগ্রিম টিকিট বিক্রি

ডেস্ক রিপোর্ট

বাস ওনার্স অ্যাসোসিয়েশন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট দেওয়া স্থগিত করেছে। রবিবার সকাল থেকে বাসের অগ্রিম টিকিট দেওয়ার দিন ধার্য ছিল। আজ কোনো টিকিট বিক্রি করেনি কোনো পরিবহন।

এ বিষয়ে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রমেশ চন্দ্র ঘোষ গণমাধ্যমকে বলেন, ‘রবিবার থেকে টিকিট দেওয়ার দিন ঠিক করা ছিল। অনেকে আমাদের কাউন্টারে টিকিটের জন্য এসেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে টিকিট দেওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে।’

রমেশ চন্দ্র জানান, বর্তমান বাস চলাচল বন্ধ থাকায় বাসের শিডিউল ঠিক নেই। বাস চালু হওয়ার পর বাসের শিডিউল ঠিক করে বাসের অগ্রিম টিকিট দেওয়া হবে। পরিস্থিতি আগামীকাল ভালো হলে কালকেই অগ্রিম টিকিট দেওয়ার তারিখ ঘোষণা করা হবে।

হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোশারফ হোসেন একই কথা বলেন। তিনি বলেন, বাস চালু হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে