নিকারাগুয়ায় ১৯৭ জন নিহতের ঘটনা বিরোধী দলকে দায়ী

আন্তর্জাতিক ডেস্ক

নিকারাগুয়া সরকার দেশটিতে সন্ত্রাসী কর্মকান্ড চালানোয় এবং প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার বিরুদ্ধে প্রায় চার মাস ধরে আন্দোলন চলাকালে ১৯৭ জন নিহত হওয়ায় মঙ্গলবার বিরোধী দলকে দায়ী করেছে। খবর এএফপি’র। ভাইস প্রেসিডেন্ট ও সরকারের প্রধান নারী মুখপাত্র রোজারিও মুরিলো রাষ্ট্রীয় গণমাধ্যমে এ অভিযোগ করেন। উল্লেখ্য, মুরিলো ওর্তেগার স্ত্রী। বিক্ষোভকারী এবং দেশে অস্থিরতা সৃষ্টিতে জড়িত থাকা বিরোধী দলের সমর্থকরা তাদের অপরাধের শাস্তি পাবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এদিকে নিকারাগুয়ায় সরকার বিরোধী আন্দোলন চলাকালে বিভিন্ন মানবাধিকার সংস্থার দেয়া নিহতের সংখ্যার চেয়ে সরকারের পক্ষ থেকে জানানো নিহতের সংখ্যা অনেক কম। এক্ষেত্রে সরকার ১৯৭ জন নিহত হওয়ার কথা জানালেও দেশটির প্রধান মানবাধিকার সংস্থা নিকারাগুয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস এ আন্দোলনে ৩১৭ জন নিহত ও ২ হ্জারের বেশী লোক আহত হওয়ার কথা জানায়।

universel cardiac hospital

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে