আসুসের অষ্টম প্রজন্মের নোটবুক বাজারে

আসুস বাংলাদেশের একমাত্র পরিবেশক গ্লোবালব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে নিয়ে এলো আসুসের অষ্টম প্রজন্মের কোরআই-৩ নোটবুক এক্স৫৪০ইউবি। তাইওয়ানিজ প্রযুক্তি নির্মাতা আসুসের এই পণ্য বর্তমানে বাজারে এক বিষেশ আকর্ষণ তৈরি করেছে। অষ্টম প্রজন্মের এই ল্যাপটপটি বিনোদন সহ অফিসিয়াল ডিজাইনিং, ভিডিও এডিটিং এর মত কাজ করার জন্য বিশেষভাবে তৈরি। দেখতে আকর্ষণীয় এই ল্যাপটপটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চির ফুল এইডি ডিসপ্লে যার ফলে স্বচছ ও প্রাণবন্ত লাগবে যে কোন ভিডিও।

এছাড়াও এই ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল অষ্টম প্রজন্মের কোরআই-৩ প্রসেসর, ৪জিবি ডিডিআর৪ র‌্যাম এবং সাথে আরও থাকছে ১টিবি পর্যন্ত স্টোরেজ এর সুবিধা। ল্যাপটপটিতে রয়েছে এইচডিএমআই ১.৪, এনভিডিয়া জির্ফোস এমএক্স১১০, ২জিবি ডিডিআর৫ গ্রাফিক্স যা দিবে চমৎকার ভিডিও অভিজ্ঞতা। আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, সুপারমাল্টি ডিভিডি, ওয়েব ক্যামেরা ও মাল্টি-ফরমেট কার্ড রিডার। এত গুণাগুণ সমৃদ্ধ এই ল্যাপটপটির ওজন প্রায় ১.৯ কেজি। উইন্ডোজ১০ হোম সম্পন্ন এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৪৪,০০০ টাকা। ২ বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিসহ এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে অনুমোদিত ডিলার হাউজে।

universel cardiac hospital

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে