কাঠবাদামে বাড়ে পুরুষের প্রজননক্ষমতা!

সংকলন : সৈম আকবর

কাঠবাদামের অনেক গুণ। সম্প্রতি ইতালির একদল বিশেষজ্ঞ জানিয়েছেন, দৈনিক মাত্র সাতটি কাঠবাদাম খেলে পুরুষের শুক্রানুর পরিমাণ ও গুণগত মান উভয় বাড়বে।

তুরিনের এক হাসপাতালের ১০০ জনের ওপর এ জরিপ চালানো হয়। এতে প্রমাণিত হয়, দৈনিক মাত্র সাতটি কাঠবাদাম বা যে কোনো বাদাম পুরুষের প্রজননক্ষমতা নিশ্চিতভাবে বাড়াবে। জরিপে অংশগ্রহণকারীদের প্রথমে দুটি দলে ভাগ করা হয়। একদলের দৈনিক খাদ্য তালিকায় সাতটি বাদাম যুক্ত করা হয় এবং অপর দলকে বেশি করে সামুদ্রিক মাছ ও শস্য জাতীয় খাদ্য দেওয়া হয়। দ্বিতীয় দলের খাদ্য তালিকা থেকে প্রক্রিয়াকরণ মাংস ও অন্যান্য খাদ্য বাদ দেওয়া হয়। তবে প্রথম দলের স্বাভাবিক খাদ্য তালিকা চালু থাকে।

universel cardiac hospital

নির্দিষ্ট সময় পর দেখা যায়, দ্বিতীয় দলের তুলনায় প্রথম দলের প্রজননক্ষমতা অনেক গুণ বেড়ে গেছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে