আফগানিস্তানের জয়ে বাংলাদেশ সুপার ফোরে

ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপে গতকাল সোমবার আফগানিস্তান ‘বি’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কাকে ৯১ রানে হারিয়েছে। আর শ্রীলঙ্কার এই হারের কারণে ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে উঠেছে বাংলাদেশ ও আফগানিস্তান এবং গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে শ্রীলঙ্কা।

গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলে কোন দল শীর্ষে থাকবে তা নিশ্চিত হবে আগামী ২০ সেপ্টেম্বর। এদিন গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।

universel cardiac hospital

গত ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩৭ রানে হারিয়েছিল বাংলাদেশ। এই জয়ের ফলেই আজ টাইগারদের সুপার ফোর নিশ্চিত হলো। সোমবার যদি শ্রীলঙ্কা জিতত তাহলে সমীকরণটা একটু জটিল হতো। কিন্তু আফগানিস্তানের জয়ে আজ নিশ্চিত হয়ে গেল ‘বি’ গ্রুপ থেকে কোন দুইটি দল সুপার ফোর পর্বে খেলবে।

সোমবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৪৯ রান সংগ্রহ করে অলআউট হয় আফগানিস্তান। পরে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে ৪১.২ ওভারে ১৫৮ রান সংগ্রহ করে অলআউট হয়।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে