বাংলাদেশ দখলের হুমকি দিলেন বিজেপি নেতা!

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা সুব্রহ্মন্যম স্বামী বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ও মন্দির হামলার শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন। এই প্রবণতা চলতে থাকলে বাংলাদেশকে দখল করে নেয়া হবে বলে হুঁমকি দেন এই নেতা।

রবিবার সীমান্ত লাগোয়া রাজ্য ত্রিপুরায় এক সংবাদ সম্মেলনে তিনি এমন উদ্ধতপূর্ণ মন্তব্য করেন বলে একাধিক গণমাধ্যমে প্রকাশ।

এ সময় তিনি দাবি করেন, বাংলাদেশে অনেক হিন্দু মন্দির বলপূর্বক দখল করে নেওয়া হচ্ছে। এছাড়া বাংলাদেশের দরিদ্র শ্রেণীর মানুষদের উপরে চাপ সৃষ্টি করে ধর্মান্তরিত করা হচ্ছে।

এমন অদ্ভূত দাবি করে সুব্রহ্মন্যম হুমকি দিয়ে বলেন, এভাবে চলতে থাকলে সমগ্র বাংলাদেশে দিল্লির শাসন প্রতিষ্ঠা করা হবে। হিন্দুদের বিরুদ্ধে পাগলামি বন্ধ না হলে বাংলাদেশ দখল করতে হবে। আমি সরকারকে সেই পরামর্শই দেব।

বাংলাদেশকে দখল করার হুমকি দেয়ার পাশাপাশি তিনি পাকিস্তানকে ৪ ভাগ করারও হুমকি দেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে