আরপিও সংশোধনে বাড়বে ঋণখেলাপীদের সুবিধা

ডেস্ক রিপোর্ট

নির্বাচন কমিশন (ইসি)একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাব করেছে। তবে এতে ঋণখেলাপীরা সুবিধা পাবেন বলে জানা গেছে।

সূত্র মতে, বর্তমান আইনে প্রার্থীকে ৭ দিন আগে খেলাপী ঋণ নেই বা নিয়মিত কিস্তি দেন, সেই ক্লিয়ারেন্স জমা দিতে হতো। কিন্তু আরপিও সংশোধন প্রস্তাব অনুযায়ী, সেই ক্লিয়ারেন্স ১ দিন আগে দিলেই চলবে।

universel cardiac hospital

নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, ঋণখেলাপী প্রার্থী জালিয়াতি করলেও আগে তা যাচাই-বাছাই করতে পারত ইসি। কিন্তু সংশোধিত আরপিও পাস হলে সেই সুযোগ থাকবে না। প্রার্থীদের জালিয়াতি করার সুযোগ বেড়ে যাবে।

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী ক্লিয়ারেন্স ১ দিন আগে দিলেই চলবে, বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

এ সময় কবিতা খানম বলেন, ঋণখেলাপীদের সাত দিন আগে যেটা ছিল, এখন সেটা মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন পর্যন্ত প্রস্তাব করা হয়েছে।

আরপিওতে ১০ থেকে ১২টি সংশোধনীর প্রস্তাব করা হয়েছে এবং তা পাস হওয়ার অপেক্ষায় রয়েছে বলেও জানান এই কমিশনার।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে