দক্ষিণ সুদানে নাইট ক্লাবে গ্রেনেড হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

আফ্রিকার দক্ষিণ সুদানের পশ্চিমাঞ্চলীয় শহর ইয়াম্বিওতে এক নাইট ক্লাবে গ্রেনেড হামলায় কমপক্ষে ১০ জন মারা গেছে বলে সোমবার দেশটির পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। এর আগে শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে। -খবর রয়টার্স

ইয়াম্বিওর পুলিশ কমিশনার জেমস মানডে এনোকা বলেন, আহত ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসার জন্য তাদের রাজধানী জুবায় নিয়ে যাওয়া হয়েছে।

universel cardiac hospital

তিনি আরো বলেন, ক্লাবে শুক্রবার রাত ১১টার দিকে ৫০০ মানুষ নাচার সময় গ্রেনেড নিক্ষেপ করা হয়। সঙ্গে সঙ্গে প্রাণ হারান চারজন। সোমবার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০ জনে।

এনোকা দাবি করেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। চলমান গৃহযুদ্ধের সঙ্গে এই হামলার কোনো সংশ্লিষ্টতা নেই।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে