বিদেশি সুবিধা নিতে সিনহা মিথ্যা বলছেন : আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা বিদেশি সুবিধা (রাজনৈতিক আশ্রয়) পাওয়ার জন্য মিথ্যা কথা বলছেন বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, ঘটনা সত্য হলে তিনি দেশেই কথা বলতেন। এখন বিদেশি সুবিধা (রাজনৈতিক আশ্রয়) পাওয়ার জন্য তিনি এসব কথা বলছেন।

universel cardiac hospital

মঙ্গলবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত জেলা সরকারি আইন সহায়তা কেন্দ্র লিগ্যাল এইড অফিসে সফটওয়ার ও মোবাইল অ্যাপস চালুর-সংক্রান্ত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসকে সিনহাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, বিচারপতি সিনহার বিষয়ে দুদকে মামলা হয়েছে। সেই বিচারাধীন বিষয়ে আমার কোনো মন্তব্য নাই।

তবে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা হতাশা থেকে বই লিখেছেন বলে মন্তব্য করেন তিনি।

এ ছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সম্পাদকদের বৈঠকে যেসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা আগামী মন্ত্রী পরিষদে উত্থাপন করা হবে বলেও জানান মন্ত্রী।

অনুষ্ঠানে ২৮টি জেলা (আইন সহায়তা কেন্দ্র) লিগ্যাল এইড অফিসকে মোবাইল এবং ল্যাপটপ দেওয়া হয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে