উন্নয়ন মেলায় ইভিএমে প্রতীকী ভোট দিতে ভিড়

ডেস্ক রিপোর্ট

ইলেকট্রনিক ভোটিং মেশিন পাল্টো দেবে পুরো ভোটদান পদ্ধতি। রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে বিতর্ক থাকলেও সাধারণের মধ্যে যে ব্যাপক উৎসাহ রয়েছে, সেটি বোঝা গেল উন্নয়ন মেলায়।

ইভিএমে কীভাবে ভোট দিতে হবে, সেটি এই মেলায় তুলেছে নির্বাচন কমিশন। আর এই প্রতীকী ভোট দিতে ব্যাপক উৎসাহ দেখা গেছে দর্শনার্থীদের।

universel cardiac hospital

বৃহস্পতিবার আন্তজাতিক বাণিজ্যমেলার মাঠে শুরু হয় তিন দিনের এই উন্নয়ন মেলা । এখানে নিবার্চন কমিশনের একটি স্টল রয়েছে। সিনিয়র জেলা নির্বাচন অফিস ঢাকা এই নামে স্টলটি নেয়া হয়েছে।

এই স্টলে দিনভর এত বেশি ভিড় যে স্টলের কর্তকর্তাদেরকে হিমশিম খেতে দেখা গেছে।

দর্শনার্থীরা প্রতীকী ভোট দেয়ার পাশাপাশি বিভিন্ন প্রশ্ন রেখেছেন ইসি কর্মকর্তাদের। আর তারা দিয়েছেন জবাব।

স্টলে দায়িত্বে থাকা ধানমন্ডি থানা নির্বাচন কর্মকর্তা সুমন মিয়া গণমাধ্যমকে বলেন, ‘কীভাবে ইভিএমে ভোট দেয়া যায় সেটা এখানে আমরা দেখাচ্ছি। কিছুদিন আগে রেজিস্ট্রেশনের জন্য আবেদন চাওয়া হয়েছিল। যারা www.nidw.gov.bd/evm এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করেছে তারা এখানে প্রতীকী ভোট দিতে পারছে। এখানে আইরিশ স্ক্যানও করার ব্যবস্থাও আছে। এছাড়া আমরা জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যও দিচ্ছি এখানে।’

তিনভাবে ভোটারকে শনাক্ত করার ব্যবস্থা রয়েছে ইভিএমে। এক. ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, দুই স্মার্ট আইডি কার্ডের মাধ্যমে, আর তিন. জাতীয় পরিচয়পত্রের নম্বর বা ভোটার নম্বর দিয়ে।

ধানমন্ডি থানা নির্বাচন কর্মকর্তা সুমন মিয়া বলেন, ‘এখানে একজনের ভোট অন্য জনের দেয়ার সুযোগ নেই।’

উল্লেখ্য, দেড় লাখ ইভিএম কিনতে তিন হাজার ৮২৯ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। তবে এই সব ইভিএম আগামী জাতীয় নির্বাচনে ব্যবহার করা হবে না। কারণ বিএনপিসহ বিরোধী দলগুলোর আপত্তি রয়েছে এই যন্ত্রের প্রতি।

আর নির্বাচন কমিশনও চাপাচাপি না করে সীমিত আকারে ইভিএম ব্যবহার করে ভোটারদের আস্থা বৃদ্ধির পক্ষে।

তবে বর্তমান কমিশন নতুন এক ধরনের ইভিএমন ব্যবহার করছে। গত ২৬ ডিসেম্বরে রংপুরে একটি, ১৫ মে খুলনায় দুটি, ২৬ জুন গাজীপুরে ছয়টি এবং ৩০ জুলাই বরিশালে ১১টি এবং রাজশাহী ও সিলেটে দুটি করে কেন্দ্রে ইভিএমে ভোট হয়।

এই ৩৪টি কেন্দ্রের কোথাও ইভিএম নিয়ে কোনো ঝামেলা হয়নি। বরং ভোটাররা এই পদ্ধতিতে ভোটদানকে সহজ বলেছেন।

এই পদ্ধতিতে এক জনের ভোট অন্যজনের দেয়া সম্ভব নয়। কারণ আঙ্গুলের ছাপ বা স্মার্ট আইডি কার্ড যন্ত্রে পাঞ্চ করেই ভোটারের পরিচিতি শনাক্ত করা যায়।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে