দেশে ফিরল শিরোপা জয়ী কিশোরীরা ক্রীড়া

ক্রীড়া ডেস্ক

দক্ষিণ এশিয়া জয় করে বাংলাদেশের কিশোরীরা আজ দেশে ফিরেছে। সোমবার সকাল সাড়ে ৮টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় শিরোপা জয়ী মেয়েরা।

এর আগে গতকাল রোববার ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়ন শিপের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। এদিন শিরোপা এনে দেওয়া একমাত্র গোলটি করেছেন মাসুরা পারভীন। এবারই প্রথম টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে।

universel cardiac hospital

আর টুর্নামেন্টের শুরুর আসরেই নিজেদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন মৌসুমী, স্বপ্না, কৃষ্ণা, মারিয়া, সানজিদা ও তহুরারা। টুর্নামেন্টের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রতিপক্ষের জালে জড়িয়েছে ২৪টি গোল। আর হজম করেছে মাত্র ১টি। পাকিস্তানের বিপক্ষে ১৭-০ গোলের বিশাল জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে নেপালকে হারিয়েছিল ২-১ ব্যবধানে। এরপর সেমি ফাইনালে স্বাগতিক ভুটানকে হারায় ৪-০ গোলে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে