তিতলি ঘূর্ণিঝড়ে পরিণত, উপকূলে ৪ নম্বর সংকেত

ডেস্ক রিপোর্ট

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর আশপাশের পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি উত্তর পশ্চিমদিকে এগিয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার এটি গভীর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়। এই ঝড়টির নাম দেয়া হয়েছে তিতলি। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ৯০ কিলোমিটার। যা দমকা বা ঝড়ো হাওয়া হিসেবে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে ভারতের ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর বিক্ষুব্ধ থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

universel cardiac hospital

ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে সারা দেশে আজ বৃষ্টি ও দমকা হাওয়া বইবে বলে আশঙ্কা করা হচ্ছে। কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি ও ভারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য মতে, তিতলি বৃহস্পতিবার মধ্য রাতে আঘাত করতে পারে। ভারতের ওড়িষ্যা হয়ে বাংলাদেশের খুলনা উপকূল দিয়ে তিতলি বাংলাদেশে প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে