এরশাদ সিঙ্গাপুর গেলেন

ডেস্ক রিপোর্ট

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ১৫ দিন না যেতেই ফের সিঙ্গাপুর গেলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে মেডিকেল চেকআপের জন্য তিনদিনের সফরে সিঙ্গাপুরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় এ তথ্য নিশ্চিত করেন।

universel cardiac hospital

এর আগে গত ২৫ সেপ্টেম্বর মেডিকেল চেকআপ করাতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। ওই চেকআপ শেষে গত ২৯ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।

সুনীল শুভ রায় জানান, মেডিকেল চেকআপের জন্য তিনদিনের সফরে আজ সিঙ্গাপুর গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। সাবেক এই রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে রয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং মেজর (অব.) মো. খালেদ আখতার। এরশাদ আগামী ১৩ অক্টোবর দেশে ফিরবেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে