৫০ হাজার বাংলাদেশি দুবাইয়ে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে

ডেস্ক রিপোর্ট

সংযুক্ত আরব আমিরাত। চারদিকে অসংখ্য দৃষ্টিনন্দন ও গগনচুম্বী ভবন আর সবুজ। ১৯৭১ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হওয়া দেশটি বিশ্বের অন্যতম সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে। তেল শিল্পের কারণে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা কাজ করেন আরব আমিরাতে। বাংলাদেশেরও কয়েক লাখ মানুষ কাজ করছেন সেখানে। তাদের মধ্যে ৫০ হাজার বাংলাদেশি অবৈধ ভাবে আছে। আরব আমিরাত সরকার গত ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে থাকা অভিবাসীদের অক্টোবর মাসের মধ্যে বৈধ হতে হবে। এ সময়ের মধ্যে ‘স্পন্সর’ খুঁজে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে সরকার। আরব আমিরাতে থাকা বাংলাদেশিরা বলেন, এ সুযোগ কাজে লাগাতে পারলে আরো বেশ কিছু নতুন সুবিধা পাবে বাংলাদেশ। ভবিষ্যতে ধাপে ধাপে বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা খোলা এবং অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনেরও সুযোগ আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন অনেক প্রবাসী।

universel cardiac hospital

এর আগে ১৯৯৬, ২০০২, ২০০৭ এবং ২০১৩ সালে সরকার সাধারণ ক্ষমার ঘোষণা দিলেও বৈধ হতে না পারার কারণে প্রায় ১০ লাখ অবৈধ অভিবাসী সংযুক্ত আরব আমিরাত ছাড়তে বাধ্য হন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে