স্বাধীনতা বিরোধীদের সঙ্গে ঐক্য প্রক্রিয়ায় বিকল্প ধারা থাকবে না

হতাশ হলেও হাল না ছেড়ে সর্বশেষ দুই শর্ত পূরণ হলে বিকল্পধারা সদ্য গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে যেতে আগ্রহী বলে জানিয়েছেন দলটির সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী)।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে ঐক্য প্রক্রিয়া চলছে তার সঙ্গে বিকল্প ধারা থাকবে না। এছাড়া সংসদে ভারসাম্য এবং স্বেচ্ছাচারিতা বন্ধ করতে তিনি নিজ দলের জন্য ১৫০ আসন দাবি করেন।

universel cardiac hospital

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বি. চৌধুরী।

এ সময় তিনি ড. কামাল হোসেনের আমন্ত্রণে তার বাসায় গিয়ে সেখান থেকে ফিরে এসে হতাশ হয়েছেন বলেও জানান।

জনগণকে ধোঁয়াশায় রেখে বিএনপির সঙ্গে বিকল্পধারা আর কোনো বৈঠকের সুযোগ দেবে না জানিয়ে বি. চৌধুরী বলেন, বিএনপিকে এককভাবে ক্ষমতায় বসানোর চক্রান্তে বিকল্পধারা নেই।

সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন বিকল্প ধারা মহাসচিব আব্দুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, অন্যদের মধ্যে দলটির কেন্দ্রীয় নেতা মাহবুব আলী, ওমর ফারুক, হাফিজুর রহমান ঝান্টু, ওবায়েদুর রহমান মৃধা, আসাদুজ্জামান বাচ্চু প্রমুখ।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে