ভারতীয় ক্রিকেট বোর্ডপ্রধান জহুরির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ক্রীড়া ডেস্ক

‘হ্যাশট্যাগ মিটু’-তে এবার ফেঁসে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাহী রাহুল জহুরি। তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন এক নারী।

হারনিধ কওর নামে এক ভারতীয় নারী রাহুলের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন। ভুক্তভোগী নারী নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একাধিক স্ক্রিনশটও পোস্ট করেন। যেখানে ২০১৬ সাল থেকে বিসিসিআইয়ের প্রধান নির্বাহীর দায়িত্ব নেয়া রাহুলের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়।

universel cardiac hospital

অভিযোগে প্রকাশ, চাকরির প্রলোভন দেখিয়ে হারনিধের থেকে সুযোগ নিয়েছেন রাহুল।

জানা যায়, ডিসকভারি চ্যানেলে একই সঙ্গে কাজ করতেন রাহুল ও হারনিধ। পরবর্তী সময়ে এক পার্টিতে দুজনের দেখা হলে, আরও ভালো চাকরির প্রলোভন দেখান রাহুল। তার সঙ্গে কফিতে যাওয়ার আমন্ত্রণ জানান। কিন্তু হারনিধের অনিচ্ছা থাকলেও তিনি না করতে পারেননি। রাহুল একপর্যায়ে হারনিধকে তার বাসাতে যাওয়ার আমন্ত্রণ জানান।

টুইটে হারনিধ লেখেন, ‘সেই অভিজ্ঞতা আমাকে এখনও কাঁপিয়ে দেয়। আমি এক বছর পর্যন্ত তা ভুলতে পারিনি। আমি শুধু ভেবেছি, আমি কাকে বলব? কে বিশ্বাস করবে আমার কথা। আমি নিজেকে বুঝিয়েছি, এটা শুধুই নিজের কাছে রাখতে হবে। এখন আমি একটা পথে পেয়েছি। একজন হলেও শুনবে আমার কথা।’

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে