আজ ৭৬ প্রেক্ষাগৃহে ‘মাতাল’

বিনোদন ডেস্ক

নানা জটিলতা কাটিয়ে অবশেষে আজ শুক্রবার মুক্তি পাচ্ছে শাহীন সুমন পরিচালিত সিনেমা ‘মাতাল’। সারাদেশে ৭৬টি প্রেক্ষাগৃহে একযোগে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

এ প্রসঙ্গে পরিচালক শাহীন সুমন বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে বলেন, দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহের মালিকদের ‘মাতাল’র প্রতি আগ্রহ দেখে আমি আনন্দিত। প্রথম সপ্তাহে ৭৬টি প্রেক্ষাগৃহে ‘মাতাল’ মুক্তি দিচ্ছি। চাহিদা অনুযায়ী অন্য প্রেক্ষাগৃহগুলোতেও পর্যায়ক্রমে ‘মাতাল’ মুক্তি পাবে।

universel cardiac hospital

তিনি বলেন, একজন দর্শকের পরিপূর্ণ বিনোদনের জন্য যা প্রয়োজন ‘মাতাল’ সিনেমায় তার সব আছে। সাইমন ও অধরা দারুণ অভিনয় করেছেন। তাছাড়া প্রযোজক শরীফ চৌধুরী আমাকে সিনেমাটি নির্মাণের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আশা করছি ‘মাতাল’ দেখে দর্শক নিরাশ হবেন না।

সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা অধরা খান। এছাড়া আরও অভিনয় করেছেন শিপন, অরিন, মিশা সওদাগর, জয়রাজসহ অনেকে।

শরীফ চৌধুরীর প্রযোজনায় সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন শাহীন সুমন নিজেই। এর আগে গত ১২ অক্টোবর ‘মাতাল’ মুক্তি পাওয়ার কথা থাকলেও আইনি জটিলতায় সিনেমাটি পিছিয়ে যায়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে