ফাইনালে পাকিস্তানের সামনে আজ উজ্জীবিত বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে বৃহস্পতিবার বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ।

আজ শনিবার শিরোপার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে যুবা টাইগাররা। নেপালের আনফা কমপ্লেক্সে বাংলাদেশ সময় বেলা পৌনে ৩টায় শুরু হবে ম্যাচটি।

universel cardiac hospital

এবারের টুর্নামেন্টে বাংলাদেশ এখন পর্যন্ত অপরাজিত দল। পাকিস্তানও হারেনি কোন ম্যাচ। ফলে ফাইনালে দারুণ প্রতিদ্বন্দ্বিতাই হবে। শক্তি ও সামর্থ্যের বিচারে পাকিস্তান কিছুটা এগিয়ে থাকলেও, সেমিতে ভারতকে হারিয়ে উজ্জীবিত বাংলাদেশও।

শিরোপা জিততে বাংলাদেশ নিজের সেরাটা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন কোচ মোস্তফা আনোয়ার পারভেজ।

বিশেষ করে ভারতের বিপক্ষে জয় বাংলাদেশকে মানসিকভাবে অনেকটাই এগিয়ে দিয়েছে বলে মনে করেন কোচ, তিন ম্যাচ অপরাজিত থাকাটা আমাদের জন্য খুব আনন্দের বিষয়। শক্তিশালী ভারতের বিপক্ষে ১ গোলে পিছিয়ে থেকেও সমতা এনে টাইব্রেকারে জিতেছি। ছেলেরা সবাই উজ্জীবিত আছে এবং ফাইনালে শতভাগ দেওয়ার জন্য প্রস্তুত।

এদিকে পাকিস্তানকে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল মানলেও আশা হারাচ্ছেন না আনোয়ার পারভেজ।

তিনি বলেন, টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল পাকিস্তান। ওদের ফুটবলারদের শারীরিক গঠন আমাদের চেয়ে ভালো। তাদের দুর্বলতা নিয়ে কাজ করছি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে