২৬ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ

ডেস্ক রিপোর্ট

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জাতিগত বিভেদ সৃষ্টির অভিযোগের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে কি-না সেই বিষয়ে আদেশের তারিখ আগামী ২৬ নভেম্বর ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার মামলাটি আদেশের জন্য ধার্য ছিল। এদিন বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য ফের আবেদন করে শুনানি করেন।

শুনানিতে তিনি বলেন, মামলাটিতে তদন্ত কর্মকর্তা খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য চারটি ধার্য তারিখ পার হয়ে গেছে। আমি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জোর আবেদন করছি।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান আগামী ২৬ নভেম্বর আদেশের জন্য তারিখ ঠিক করেন।

২০১৪ সালের ২১ অক্টোবর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী এ মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, খালেদা জিয়া ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে (আইইবি) শুভ বিজয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বিতর্কীত মন্তব্য করেন।

মামলাটিতে গত ৩০ জুন খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস। গত ২৩ জুলাই খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন সভাপতি এ বি সিদ্দিকী।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে