ডিএনসিসি নির্বাচন : বৈধ ৫, শাফিনের মনোনয়ন বাতিল

ডেস্ক রিপোর্ট

আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিন আহমেদের মনোনয়নপত্র শনিবার বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। তবে ইসি মেয়র প্রার্থী বাকি পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে।

বৈধ পাঁচ মেয়র প্রার্থী হলেন- আওয়ামী লীগের আতিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির (পিপিপি) আনিসুর রহমান দেওয়ান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) ববি হাজ্জাজ, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) শাহীন খান ও স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম।

universel cardiac hospital

ডিএনসিসি উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাশেম মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ঋণখেলাপির অভিযোগে শাফিনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

২০১৭ সালের নভেম্বরে আনিসুল হক মারা গেলে ডিএনসিসির মেয়র পদ শূন্য হয়।

আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন মেয়র নির্বাচনের পাশাপাশি একই দিনে ডিএনসিসি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৮টি করে মোট ৩৬টি নতুন ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল ৩০ জানুয়ারি। মনোনয়ন বাছাই হয়েছে আজ এবং তা প্রত্যাহারের শেষ দিন ৯ ফেব্রুয়ারি।

বিএনপি ও তাদের জোট সঙ্গীরা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়ায় এই নির্বাচনে তারা কোনো প্রার্থী দেয়নি।-ইউএনবি

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে