মাদকসহ নারী ইউপি সদস্য গ্রেফতার

সারাদেশ ডেস্ক

টাঙ্গাইলের সখীপুরে ১৫ পুরিয়া হেরোইনসহ বাছিরন নেছা (৪০) নামের এক নারী ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতিমা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য এবং ওই এলাকার সানোয়ার হোসেনের স্ত্রী। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হেরোইন বিক্রির সময় নারী ইউপি সদস্য বাছিরনকে গ্রেফতার করা হয়। সে একাধিক মাদক মামলার আসামি। এর আগে গত শুক্রবার বিকেলে ওই ইউপি সদস্যের কাছ থেকে মাদক ক্রেতা শিপন (৪২) নামের এক যুবককেও আটক করে পুলিশ।

universel cardiac hospital

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন বলেন, ওই নারী ইউপি সদস্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গ্রেফতারকালে তার কাছ থেকে হেরোইনসহ মাদক বিক্রির আড়াই হাজার টাকাও উদ্ধার করা হয়। এ ঘটনায় ইউপি সদস্যের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। তার স্বামী সানোয়ার হোসেন মাদক মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে