ভারতস্থ রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নিয়েছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামাতে আত্মঘাতী বোমা হামলার ঘটনার পর ভারত আর পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ প্রতিনিয়ত বাড়ছে । আর এমন সঙ্কটের মধ্যেই ভারতস্থ রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নিয়েছে পাকিস্তান। খবর আল জাজিরার। 

পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, পরামর্শ নেয়ার জন্যই ভারতে থাকা তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেয়া হয়েছে।

universel cardiac hospital

এই বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল একটি টুইট বার্তায় লেখেন, আমরা আমাদের ভারতস্থ হাই কমিশনারের সঙ্গে সলা পরামর্শ করার জন্য ফিরিয়ে আনছি। সে আজ সকালে দিল্লী ত্যাগ করেছেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কাশ্মিরের পুলওয়ামা জেলার অবন্তিপুরে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) গাড়ি লক্ষ্য করে চালানো আত্মঘাতী হামলায় ৪৫ জওয়ান নিহত হন। এ ঘটনার পর হামলার দায় স্বীকার করে নেয় পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জয়েশ-এ-মোহাম্মদ।গোষ্ঠীটি কাশ্মিরে ভারতীয় শাসনের অবসান চায়। মতাদর্শগতভাবে কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে অবস্থান তাদের। এদিকে পাকিস্তান সরকার এই ঘটনার দায় এড়াতে চাইলেও ভারত সরকার বার বার তাদের দিকে অভিযোগের আঙ্গুল তুলছে। 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে