আসছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রেইন লাভ’

বিনোদন ডেস্ক

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'রেইন লাভ'-এর পোস্টার। ছবি : সংগৃহিত

নির্মাতা ভিকি জাহেদের নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রেইন লাভ’ আগামী ২৫ ফেব্রুয়ারি অনলাইনে মুক্তি পেতে যাচ্ছে।

জনপ্রিয় অডিও-ভিডিও লেবেল সিএমভির ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পাবে। প্রতিষ্ঠানটি এবারই প্রথম নিজস্ব তত্ত্বাবধানে কোনও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলো।

universel cardiac hospital

এ প্রসঙ্গে সিএমভির কর্ণধার এস কে সাহেদ আলী পাপ্পু বলেন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা ভিকি জাহেদের সাথে আমরা বেশ কিছু মিউজিক ভিডিও প্রজেক্ট করেছি। যার প্রায় সবগুলোই জনপ্রিতা পেয়েছে। তবে চলচ্চিত্রের কাজ এতদিন করা হয়নি। তাই ‘রেইন লাভ’-এর মাধ্যমে সিএমভি ও ভিকি জাহেদের নতুন যাত্রা শুরু হলো এবার। আশা করছি, আমাদের এই যৌথ প্রচেষ্টা দর্শকদের ভালো লাগবে।

‘রেইন লাভ’-এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া খানম ও সাজিব জামান।

এ বিষয়ে নির্মাতা ভিকি বলেন, নতুন মুখ উপহার দিচ্ছি এবার। গল্পের প্রয়োজনেই নতুন মুখ খুঁজছিলাম। সাজিবকে প্রথম দেখি একটি বিলবোর্ডে। দেখে মনে হলো, এ হতে পারে আমার চলচ্চিত্রের আসল নায়ক। এরপর অডিশন নেওয়া হলো এবং সিলেক্ট হলো। আমার বিশ্বাস ওর অভিনয় সবার ভালো লাগবে।

চলচ্চিত্রটি প্রসঙ্গে অভিনেত্রী নাদিয়া বলেন, ভিকি ভাইয়ার সাথে এটা আমার পঞ্চম স্বল্পদৈর্ঘ্য। এরমধ্যে ‘মায়া’, ‘দূরবীন’ ও ‘আজ আমার পালা’ নামের কাজগুলো দর্শক অনেক পছন্দ করেছে। এবারের গল্পটি অনেক সুন্দর। গল্পের ক্লাইমেক্স দর্শকদের ভাবাবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে